সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

এমপির সঙ্গে রাঙ্গামাটি অঞ্চলের কর্মকর্তাদের মতবিনিময় 

রাঙ্গামাটি প্রতিনিধি 

এমপির সঙ্গে রাঙ্গামাটি অঞ্চলের কর্মকর্তাদের মতবিনিময় 

যত্রতত্র বন উজার হওয়ার কারণে জলবায়ু পরিবর্তটা আগামী দিনের মানুষ, সভ্যতা ও পৃথিবীর জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। 

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জরুরি কর্মব্যবস্থা গ্রহণ করতে হবে। এর জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহযোগিতার মাধ্যমে বন উজার ও অবক্ষয় রোধের মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাস করতে সম্মেলিতভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি বন সংরক্ষণের কার্যালয়ের সম্মেলন কক্ষে দীপংকর তালুকদার এমপির সঙ্গে বন বিভাগ, রাঙ্গামাটি অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমা প্রমুখ।

টিএইচ